জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করলে অভ্যুত্থানের চেতনায় ভুল হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে অনুষ্ঠিত সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, "জুলাই ঘোষণাপত্র নিয়ে সবাই একমত হয়েছে। তবে তাড়াহুড়ো করলে অভ্যুত্থানের চেতনায় বিভ্রান্তি আসতে পারে। এ বিষয়ে আরও কাঠামোগত আলোচনা প্রয়োজন। এটি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের আলোচনা।"
তিনি আরও জানান, দেশের ভবিষ্যৎ ঐক্য এবং গণতান্ত্রিক চেতনাকে সুরক্ষিত রাখতে সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। আগামীতে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
thebgbd.com/NA