ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। সহিংসতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছত্রিশগড়ের বিজাপুর জেলার বন-জঙ্গলে বৃহস্পতিবার এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। মধ্যাঞ্চল পুলিশের বরাত দিয়ে এএফপি এই খবর জানায়।
সিনিয়র পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. এএফপিকে বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত হয়েছে।’ নয়াদিল্লি মাওবাদীদের দীর্ঘস্থায়ী সহিংসতা দমনে পদক্ষেপ জোরদার করেছে। কয়েক দশকের মাওবাদী সহিংসতায় ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। বিদ্রোহীরা দাবি করছে, তারা প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে ২শ’রও বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। ভারতের কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার আশা করছে ২০২৬ সালের মধ্যে বিদ্রোহীদের দমন করা হবে। বিদ্রোহীরা গত কয়েক বছরে সরকারি সৈন্যদের টার্গেট করে বেশকিছু প্রাণঘাতি হামলা চালিয়েছে। চলতি মাসের গোডার দিকে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৯ ভারতীয় সৈন্য নিহত হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড