ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২৫
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। বুধবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।  


মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, সাত বছর পর খালেদা জিয়া লন্ডনে এসেছেন এবং এই হাসপাতালে প্রথমবারের মতো চিকিৎসা নিচ্ছেন। দেশের নানা ধকল এবং লন্ডনের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে তার নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগছে।  


তিনি জানান, বুধবার থেকে তার শারীরিক অবস্থা ভালো নেই। কয়েকটি প্যারামিটারের অবনতি হয়েছে এবং নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। মেডিক্যাল বোর্ড বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে।  


চিকিৎসক আরও বলেন, লন্ডন ক্লিনিকে সব প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনে সম্পন্ন করতে হয়, তাই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন হাসপাতালে থাকার কারণে খালেদা জিয়া ছেলের বাসায় যেতে চান।  


এর আগে, বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সব মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। তার শারীরিক ঝুঁকি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


thebgbd.com/NA