আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হওয়ার কথা। তবে জনগণ যদি আরও বেশি সংস্কার দাবি করে, তাহলে নির্বাচনে কিছুটা বিলম্ব হতে পারে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সিলেট সফরকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সকাল ১১টায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যখাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি কোম্পানীগঞ্জের বর্ণি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থাকে হতাশাজনক আখ্যা দিয়ে, বিগত সরকারের গৃহীত প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।
পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, অর্থ উপদেষ্টা দেশের আর্থিক অবস্থা দেখভাল করেন। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন অর্থনৈতিক সংকট ছিল প্রকট। ডলার সঙ্কটের কারণে সার কেনার মতো প্রয়োজনীয় অর্থ ছিল না। এর মধ্যে আগের সরকারের সময়ে নেওয়া ঋণের কারণে কাতার ও সৌদি আরবে বিপুল পরিমাণ অর্থ বকেয়া ছিল। সেই ঋণ পরিশোধ করেই সীমিত পরিসরে সার কিনতে হয়েছে।
ওষুধের ওপর ভ্যাট বৃদ্ধির বিষয়ে তিনি জানান, তখনই কেবিনেট মিটিংয়ে এ বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। তবে অর্থ উপদেষ্টা বিষয়টি বিবেচনায় নিয়েছেন। আশা করা যায়, সামনে এ সংক্রান্ত ইতিবাচক পরিবর্তন আসবে।
স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যখাতে অনেক অনিয়ম ও দুর্নীতি বিদ্যমান। উদাহরণস্বরূপ, সিলেটে দেখা যায়, কোনো পরিকল্পনা ছাড়াই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। একটি ভবন নির্মাণ করলেই তা হাসপাতাল হিসেবে কার্যকর হয় না। ভবনের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। ময়মনসিংহে ২২টি ভবন নির্মাণ করা হলেও কার্যকর হাসপাতাল গড়ে ওঠেনি। মানিকগঞ্জে এমআরআই মেশিন কেনা হয়েছিল, যার একটি মেশিন প্রথম থেকেই ত্রুটিপূর্ণ ছিল। এসব অনিয়ম দূর করতে এবং দুর্নীতির পথ বন্ধ করার জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে।
thebgbd.com/NA