ঢাকা | বঙ্গাব্দ

বিস্ফোরক মামলায় জামিন পেলেন ২ শতাধিক বিডিআর

পিলখানা বিদ্রোহে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২৫
বিস্ফোরক মামলায় জামিন পেলেন ২ শতাধিক বিডিআর জামিন শুনানির আগে আদালতে হাজির করা হয় আসামিদের।

২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২০০-র বেশি আসামি। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে এই জামিন দেন।


বেলা ১১টার পর আদালত কার্যক্রম শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আলহাজ মো. বোরহান উদ্দিন সাক্ষ্য নেওয়ার পক্ষে যুক্তি দেন। শুনানি শেষে বেলা ১১টা ৪৭ মিনিটে আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সৈয়দ মো. ইউসুফ।


পিলখানা বিদ্রোহে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস পাওয়া ও সাজা ভোগকারী আসামিদের মুক্তি বিস্ফোরক মামলার কারণে দীর্ঘদিন আটকে ছিল।


২০১৩ সালের ৫ নভেম্বর হত্যা মামলার রায়ে ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন, এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ২৭৮ জন খালাস পান।


২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে, ১৮৫ জনের যাবজ্জীবন এবং ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে মোট ৫৪ আসামি মামলার বিভিন্ন পর্যায়ে মারা গেছেন।


বর্তমানে হাইকোর্টের রায়ের পর ২২৬ আসামি আপিল করেছেন। রাষ্ট্রপক্ষও ৮৩ আসামির খালাস ও সাজা কমানোর বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। এসব আপিল এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।


thebgbd.com/NIT