অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের আটকের মেয়াদ বৃদ্ধি করায় দক্ষিণ কোরিয়ার সিউলের একটি আদালতে হামলা চালায় তার সমর্থকরা। সিউল থেকে এএফপি এ খবর জানায়। এএফপি’র সাংবাদিকরা কয়েকশ পুলিশ অফিসারকে আদালতে ঢুকতে দেখেন, পুলিশ বাহিনী কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করে।
শনিবার সিউল পশ্চিম জেলা আদালতের বাইরে ইওলের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ জড়ো হন। আদালত তার আটকের মেয়াদ বৃদ্ধি করার পর স্থানীয় সময় ভোর ৩টার দিকে প্রেসিডেন্টের সমর্থকরা ভবনের ভেতরে ছুটে যাওয়ার সময় জানালা এবং দরজা ভেঙে ফেলে।
অভিশংসনের বিষয়ে সাংবিধানিক আদালতের রায় এবং বিদ্রোহের অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন ইওল। তদন্তকারীরা তাকে আরও ২০ দিনের জন্য আটক রাখতে পারবে বলে ঘোষণা করে আদালত জানায় তিনি মুক্তি পেলে প্রমাণ নষ্ট করতে পারেন বলে উদ্বেগ রয়েছে।
আদালতে হামলার পর, ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লি হো-ইয়ং এই ‘অসহনীয় অবৈধ এবং সহিংস ঘটনার’ নিন্দা জানিয়ে বলেন, ‘এই সহিংসতায় যদি ডানপন্থী ইউটিউবাররা জড়িত থাকে তবে তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে।’
ইউনের আইনজীবী সিওক ডং-হিয়ন আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং পরিস্থিতি আরও খারাপ না করার জন্য সমর্থকদের সতর্ক করেছেন। আইনজীবী এবং রাজনৈতিক কলামিস্ট ইউ জং-হুন বলেন, দক্ষিণ কোরিয়ায় আদালতে আক্রমণ অভূতপূর্ব এবং জড়িতদের সম্ভবত কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
সূত্র: এএফপি
এসজেড