বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে ডায়লগ হবে। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সফরে বিদেশি বিনিয়োগ বাড়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা৷ বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিরাপদ হচ্ছে এটি প্রচার করা হবে বলেও জানান তিনি৷
সফরে কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠক হবে বলেও জানান আবুল কালাম আজাদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের সমস্যাগুলো সরকার চিহ্নিত করার চেষ্টা করছে।