আর মাত্র কয়েকঘন্টা, তারপরই মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তার শপথগ্রহণের পরে একটি ডিনারের আয়োজন করা হয়েছে। যেখানে টিকেটের সর্বোচ্চ দাম এক মিলিয়ন বা দশ লাখ ডলার। ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভান্স। ওই টিকেটে তাদের দুইজনের সঙ্গেই ডিনার করা যাবে।
তবে শুধু দশ লাখের টিকেট নয়. ওই ডিনারের জন্য পাঁচ ধরনের টিকেটের বন্দোবস্ত রয়েছে। সর্বোচ্চ মিলিয়ন ডলারের টিকেটের পাশাপাশি রাখা হয়েছে, পাঁচ লাখ, আড়াই লাখ, এক লাখ এবং ৫০ হাজার ডলারের টিকেট।
নব্য প্রেসিডেন্টের সঙ্গে ডিনারের টিকেট কেন এত বহুমূল্য? কারণ আয়োজিত সোমবারের প্রেসিডেন্সিয়াল ডিনারের মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ। এর মাধ্যমে সংগৃহীত অর্থ নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দু’টি টিকিট কিনতে হবে বলেও জানানো হয়েছে। এবং এরইমধ্যে অনেকে টিকিট কেটেও ফেলেছেন।
ট্রাম্পের শপথগ্রহণে যোগ দেওয়ার জন্য অন্তত ২ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম ৭০০ জন সামনে বসে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিনে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শপথগ্রহণ শেষ হলে সেখান থেকেও ঘুরে আসবেন ট্রাম্প।
সূত্র: সিএনএন
এসজেড