ঢাকা | বঙ্গাব্দ

কেন্দ্রে ভোট বাতিলের নতুন সুপারিশ সংস্কার কমিশনের

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কাউকে নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্য কমিশনের নেই।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২৫
কেন্দ্রে ভোট বাতিলের নতুন সুপারিশ সংস্কার কমিশনের ফাইল ছবি

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, কাউকে নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্য কমিশনের নেই। তবে যারা গণহত্যা ও গুরুতর অপরাধে লিপ্ত ছিল, তাদের রাষ্ট্র পরিচালনায় ফিরে আসা জনগণ প্রত্যাশা করে না।


আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, কমিশন কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নয়। তবে যারা জুলাই গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের নির্বাচনে অংশগ্রহণ বা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ ও রাজনৈতিক নেতারা।


বদিউল আলম আরও জানান, নতুন সুপারিশে বলা হয়েছে যে, কোনো প্রার্থী যদি ৪০ শতাংশের কম ভোট পান, তাহলে সেই আসনের ভোট বাতিল করা হবে। একইসঙ্গে গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।


তিনি বলেন, এ ধরনের সংস্কারের প্রস্তাব কোনো পক্ষপাতমূলক উদ্দেশ্যে করা হয়নি। বরং নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও গ্রহণযোগ্য করতে এমন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।


thebgbd.com/NIT