ঢাকা | বঙ্গাব্দ

‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি ছাত্র ফ্রন্ট নেতাদের

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২৫
‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি ছাত্র ফ্রন্ট নেতাদের সংগৃহীত

শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা।





মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন, প্ল্যাকার্ড, লাল পতাকাসহ একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।


সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা দেখেছি ১৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশি হামলা হলো। এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু এতোদিন পরেও এর বিচার হয়নি। আমরা এই হামলার বিচার চাই। ডাকসুর গঠনতান্ত্রিক সংস্কার নিশ্চিত করে গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের অন্যতম শর্ত ডাকসু নির্বাচন নিশ্চিতের দাবি জানাই। এছাড়া মেয়েদের আবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। অবিলম্বে প্রশাসনকে এর সুরাহা করতে হবে। শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।



thebgbd.com/AR