মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।
শুনানির ফাঁকে কাঠগড়ায় দাঁড়িয়ে কামাল মজুমদার তার আইনজীবীর কাছে চকলেট চান। পরে একজন আইনজীবী চকলেট নিয়ে এলেও নিরাপত্তারক্ষীদের বাধায় তখন তা দেওয়া সম্ভব হয়নি। শুনানি শেষে হাজতখানায় ফেরার সময় চকলেট সরবরাহ করা হয় বলে জানা গেছে।
কামাল মজুমদারের আইনজীবী আল ইমরান (মুকুল) জানান, তার মক্কেলের চকলেট খুব প্রিয় এবং মাঝে মাঝে তার সুগার লেভেল কমে যায়। এ কারণেই তিনি চকলেট চেয়েছিলেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, আদালতের অনুমতি ছাড়া আসামিকে কোনো খাবার সরবরাহ বেআইনি এবং এমন ঘটনার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক মিরপুর থানার দুটি হত্যা মামলায় কামাল মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালতে হাজিরার সময় কামাল মজুমদারসহ অন্যান্য আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আনা হয় এবং বিচারিক কার্যক্রম শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
thebgbd.com/AR