ঢাকা | বঙ্গাব্দ

আরেক জিম্মির ভিডিও প্রকাশ হামাসের

ইসরায়েলিদের তথ্য অনুযায়ী, হামাসের কাছে এখনো ১২৮ জিম্মি রয়েছে। যাদের মধ্যে ৩৬ জন মারা গেছে বলে ধারণা তাদের।
  • | ১১ মে, ২০২৪
আরেক জিম্মির ভিডিও প্রকাশ হামাসের ভিডিওটিতে আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কতা বার্তা দিয়েছে হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড আরেক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চোখে কালো দাগ থাকা এই জিম্মি এখনো বেঁচে আছে।

নাদাভ পোপেলওয়েল নামের এই জিম্মিকে ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি নিরুম থেকে ধরে নিয়ে যান হামাসের যোদ্ধারা।

ভিডিওটিতে আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কতা বার্তা দিয়েছে হামাস। এতে তারা লিখেছে, “সময় ফুরিয়ে যাচ্ছে। তোমাদের সরকার মিথ্যা বলছে।”

হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করেছে। এই জিম্মিকে ভিডিওটিতে কথা বলতে দেখা গেছে। ভিডিওটির দৈর্ঘ্য মাত্র ১১ সেকেন্ড।

ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হন নাদাভ পোপেলওয়েল। এরপর তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল হামাস আরেকটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় দুই জিম্মি কেইথ সেইগেল এবং ওমরি মিরান এখনো জীবিত আছে।

এরও তিনদিন আগে হার্স গোল্ডবার্গ-পোলিন নামের অপর এক জিম্মির ভিডিও প্রকাশ করে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী। এতে দেখা যায় গোল্ডিনের এক হাতের কব্জি নেই। ওই সময় ধারণা করা হয়, হামাসের হাত থেকে বাঁচার জন্য গোল্ডিন যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে গ্রেনেড ছোড়া হয়। এতে তার হাতের কব্জি উড়ে যায়।

ইসরায়েলিদের তথ্য অনুযায়ী, হামাসের কাছে এখনো ১২৮ জিম্মি রয়েছে। যাদের মধ্যে ৩৬ জন মারা গেছে বলে ধারণা তাদের।

হামাস আজ নতুন ভিডিও প্রকাশের পর আরও নতুন তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।

৭ অক্টোবর শুরু হওয়া এ যুদ্ধ সাত মাস ধরে চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ মানুষ।

সূত্র: এএফপি