ঢাকা | বঙ্গাব্দ

বিএসএফ মোকাবিলায় বিজিবিই যথেষ্ট: বিজিবি

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মন্তব্য করেছেন, সীমান্তে বিএসএফের মোকাবিলায় বিজিবি যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৫
বিএসএফ মোকাবিলায় বিজিবিই যথেষ্ট: বিজিবি সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মন্তব্য করেছেন, সীমান্তে বিএসএফের মোকাবিলায় বিজিবি যথেষ্ট শক্তিশালী এবং প্রস্তুত। তিনি বলেন, ‘বিজিবিই সীমান্তে বিএসএফকে মোকাবেলা করতে সক্ষম। আমরা প্রথমে প্রতিরোধ করব, প্রয়োজনে ১৮ কোটি মানুষ এক হয়ে যুদ্ধ করবে। আমাদের জীবন দিয়ে হলেও আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘তবে সীমান্তে নো ম্যানস ল্যান্ডে ভিড় করবেন না, কারণ আমাদের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা।’

বিজিবির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে অনুষ্ঠিত একটি জনসচেতনতামূলক সভায় এ মন্তব্য করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির আওতায় বাখোরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়।

সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সভায় বক্তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রমকে সহায়তা করার আহ্বান জানান। এছাড়াও ভারতীয় আগ্রাসন সম্পর্কে সচেতন থাকার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে, তবে সীমান্তে মাদক বা চোরাচালানে যুক্ত হওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

উল্লেখ্য, ৬ জানুয়ারি চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়ায়। এছাড়া, গত শনিবার ভারতের সহায়তায় কিছু ভারতীয় নাগরিক বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে গেলে তাদের বাধা দিতে গেলে হামলা হয়।


thebgbd.com/NIT