ইসলামে মাদক সম্পূর্ণরূপে হারাম। কোরআন ও হাদিসে মাদক এবং যেকোনো নেশাজাতীয় পদার্থ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটি মানুষের শরীর, মন এবং সমাজের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
কোরআনে বলা হয়েছে, "হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা এবং ভাগ্য নির্ধারক তীর হলো অপবিত্র শয়তানের কাজ। এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো।" (সূরা মায়িদা: ৯০)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন. "প্রত্যেক মাদকদ্রব্য এবং নেশাজাতীয় বস্তু হারাম।" (সহিহ মুসলিম, হাদিস: ২০০৩)
আরেকটি হাদিসে এসেছে, "যা নেশা সৃষ্টি করে তা অল্প হলেও হারাম।" (তিরমিজি, হাদিস: ১৮৬১)
মাদকের কারণে মানুষ তার বিবেক-বুদ্ধি হারায়, যা তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নেয় এবং বিভিন্ন পাপাচারে লিপ্ত করে। এটি ব্যক্তিগত জীবনে অশান্তি আনে এবং সামাজিক অবক্ষয়ের কারণ হয়। ইসলামে শরীর ও মনের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মাদক এই দুটি বিষয়েই ক্ষতিকর। তাই মুসলিমদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং এটি বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে।
thebgbd.com/NIT