ঢাকা | বঙ্গাব্দ

টিউলিপকে এমপি পদ ছাড়তে বিরোধীদের চাপ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রিত্ব ছাড়ার পর এবার এমপি পদ ছাড়ার দাবিতে চাপে পড়েছেন তিনি।
  • অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২৫
টিউলিপকে এমপি পদ ছাড়তে বিরোধীদের চাপ টিউলিপ সিদ্দিক।

ব্রিটিশ লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রিত্ব ছাড়ার পর এবার এমপি পদ ছাড়ার দাবিতে চাপে পড়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিরোধী দল কনজারভেটিভ পার্টি তার পদত্যাগের দাবিতে প্রচারণা শুরু করেছে।


টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন ডলার তহবিল তছরুপ করেছেন। এ অভিযোগে চলতি মাসের শুরুতে তিনি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।


কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা দাবি করছে, তার নির্বাচনী এলাকার জনগণের সামনে জবাবদিহি করতে হবে। বিরোধী নেতারা বিতরণ করা লিফলেটে তাঁকে বড় অংকের দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করেছেন।


ক্যামডেনের কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস বলেন, “টিউলিপ সবার ধারণার মতো ভদ্র মেয়ে নন।”


টিউলিপ সিদ্দিক নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং ব্রিটিশ সরকারের নৈতিকতা পর্যালোচনা উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে বিষয়টি তদন্তের আহ্বান জানান। প্রাথমিক তদন্তে স্যার লরি জানান, টিউলিপ কিছু তথ্য জনসমক্ষে ভুলভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে, লন্ডনের কিংস ক্রসের একটি ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে সঠিক তথ্য দেননি তিনি।


তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিকের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ ছাড়া, শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বাড়ির অর্থায়ন ও কর ব্যবস্থাপনা নিয়ে সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়াও প্রশ্ন তুলেছে।


তবে তদন্তে মন্ত্রিসভার আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে জানানো হয়।


গত ১৪ জানুয়ারি পদত্যাগের সময় টিউলিপের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানান, টিউলিপের জন্য ভবিষ্যতের দরজা খোলা থাকবে। তবে বিরোধীরা এখনও তার এমপি পদত্যাগের জন্য চাপ দিয়ে যাচ্ছে।


thebgbd.com/NIT