ঢাকা | বঙ্গাব্দ

পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা

মামলাটি ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে দায়ের করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২৫
পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা অভিনেত্রী পরীমণি।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ রোববার (২৬ জানুয়ারি) তার অনুপস্থিতিতে সময় আবেদন নামঞ্জুর করে আদালত এ আদেশ দেন।


পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল, তবে অসুস্থতার কারণে পরীমণি হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময় চেয়ে আবেদন করা হয়, যা আদালত খারিজ করে দেন। পরে আদালত চার্জ গঠনের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


মামলাটি ২০২১ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে দায়ের করেন। এতে পরীমণি, তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়।


মামলার বিবরণীতে বলা হয়েছে, পরীমণি ও তার সহযোগীরা বিভিন্ন অভিজাত ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন এবং মূল্য না দিয়ে পার্সেল নেওয়ার চেষ্টা করেন। অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি সাভারের বোট ক্লাবে প্রবেশ করেন এবং এক পর্যায়ে নাসির উদ্দিনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। নাসিরকে অশ্লীল অঙ্গভঙ্গি ও গালমন্দ করার পাশাপাশি একটি গ্লাস এবং মোবাইল ফোন ছুঁড়ে মারেন, যা নাসিরের মাথা ও বুকে আঘাত করে।


নাসির আরও অভিযোগ করেন, পরীমণি ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং হত্যা হুমকি দেন। পরীমণি পরবর্তীতে সাভার থানায় নাসিরের বিরুদ্ধে পাল্টা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।


thebgbd.com/NIT