অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সব জিনিসের দাম একসঙ্গে কমে যাবে এমনটা ভাবা ঠিক নয়। আমরা চেষ্টা করছি। সব শেষ হয়ে গেছে এমন ভাবাও ঠিক নয়।
আজ রোববার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, এ বছর আমাদের জন্য চ্যালেঞ্জের। সব জিনিসের দাম কমে যাবে বা বেড়ে যাবে এমন নয়। তবে মানুষ কষ্টে আছে। তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
তিনি রাজস্ব আদায় এবং ব্যয়ের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, আয় এবং ব্যয় যেন যৌক্তিক হয়। রাজস্ব আহরণে জোর করে টাকা পয়সা আয় করা যাবে না। বেআইনি বা অযৌক্তিক দাবি করা যাবে না। টেবিলের নিচে দাবি করা যাবে না।
ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, "ট্যাক্স দিলে এর পরোক্ষ বিষয় থাকে। এটি উন্নয়ন এর কাজে যায়। কালেক্টিভ রেসপনসিবিলিটি আছে।
তিনি আরও বলেন, সরকারকে উৎসাহ দিতে হবে ভালো কাজে। ভুল ক্রুটি আছে তবে শুধরে নিতে হবে। সমালোচনা দরকার আছে।
উল্লেখ্য, এর আগে ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি। আমরা বেশি দিন থাকব না। কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই। আমরা একটি মেঠোপথ রেখে যাবো, অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারেন।
তিনি অতীতের ভুল নীতির কারণে দেশের অর্থনীতিকে মূল্য দিতে হচ্ছে উল্লেখ করে বলেন, দুর্নীতি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল এবং এর জন্য আমাদের মূল্য দিতে হচ্ছে।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা আস্তে আস্তে এগোব, ডেভেলপিং কান্ট্রি হব ২০২৬-এ, এসব সুবিধা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব।
thebgbd.com/AR