ইংলিশ প্রিমিয়ার লিগে গেলো বারের মত এবারও শেষে এসে জমে উঠছে পয়েন্ট টেবিলের খেলা। ফুলহ্যামকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষ উঠে এসেছে সিটিজেনরা।
সিটির একক আধিপত্যের ম্যাচে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল, দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফিল ফোডেন। শেষ গোলটি হুলিয়ান আলভারেসের।
সিটির এই জয়ে লিভারপুলের যা একটু আশা ছিলো, তাও শেষ হয়ে গেল। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইয়ুর্গেন ক্লপের দল। ৩৬ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৮৫। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।