ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক তুরাগ হত্যায় পুলিশের সাবেক এডিসি বরখাস্ত

সাংবাদিক তুরাগ হত্যায় পুলিশের সাবেক এডিসি বরখাস্ত করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২৫
সাংবাদিক তুরাগ হত্যায় পুলিশের সাবেক এডিসি বরখাস্ত ছবি : সংগৃহীত

সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অভিযুক্ত সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের পুলিশের হেফাজতে আছেন। 


রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সই করেন।


প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। দস্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর দস্তগীরকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। সেখান থেকে তাকে এটিএম তুরাব হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।


thebgbd.com/NA