ঢাকা | বঙ্গাব্দ

মন্ত্রী ও এমপিদের সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের কাজ চলছে

মিথ্যা, অপপ্রচার আর গুজব প্রতিরোধে মন্ত্রী ও এমপিদের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন করার কাজ চলছে
  • | ১২ মে, ২০২৪
মন্ত্রী ও এমপিদের সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের কাজ চলছে সংগৃহীত

মিথ্যা, অপপ্রচার আর গুজব প্রতিরোধে মন্ত্রী ও এমপিদের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন করার কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


রোববার (১২ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে অপপ্রচার আর গুজব। তবে এসব রোধে কাজ চলমান রয়েছে। মিথ্যা, অপপ্রচার আর গুজব প্রতিরোধে মন্ত্রী ও এমপিদের সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের কাজ চলছে।


এছাড়া সঠিকভাবে গ্রাহকসেবা দিতে না পারলে লাইসেন্স গাইডলাইন অনুযায়ী মোবাইল ফোন অপারেটরগুলোকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।