ঢাকা | বঙ্গাব্দ

মশা দূর করার ঘরোয়া উপায়

মশা দূর করতে রাসায়নিক স্প্রে বা কয়েল ব্যবহার।
  • | ২৯ জানুয়ারি, ২০২৫
মশা দূর করার ঘরোয়া উপায় মশা দূর করার ঘরোয়া উপায়

মশা দূর করতে রাসায়নিক স্প্রে বা কয়েল ব্যবহারের পরিবর্তে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় অনুসরণ করা যেতে পারে, যা স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব।


তুলসী গাছ মশা দূর করতে কার্যকরী। তুলসী পাতা থেকে নির্গত সুগন্ধ মশার জন্য বিরক্তিকর, তাই এটি ঘরের জানালা বা বারান্দায় রাখলে মশা দূরে থাকে।


লেবু ও লবঙ্গ ব্যবহার করা মশা তাড়ানোর অন্যতম জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। একটি লেবুকে দুই টুকরো করে কেটে তাতে কয়েকটি লবঙ্গ গেঁথে ঘরের বিভিন্ন স্থানে রেখে দিলে মশা দূরে থাকে।


পুদিনা পাতার গন্ধ মশা সহ্য করতে পারে না। পুদিনার রস বের করে পানিতে মিশিয়ে স্প্রে করলেও মশা দূরে থাকবে, অথবা ঘরে পুদিনা পাতা রাখলেও ভালো ফল পাওয়া যায়।


রসুনের গন্ধও মশা দূরে রাখতে সাহায্য করে। কয়েক কোয়া রসুন গরম পানিতে ফুটিয়ে সেই পানি ঘরের কোণায় স্প্রে করলে মশা কমে যায়।


নিম তেল মশা তাড়ানোর জন্য কার্যকরী। নিম তেল ও নারকেল তেল মিশিয়ে শরীরে লাগালে মশা কামড়াতে পারে না। একইভাবে, ঘরে নিম তেলের ধোঁয়া ছড়ালেও মশা দূরে থাকে।


ঘরের দরজা-জানালা পরিষ্কার রাখা এবং যেখানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান শুকনো রাখা জরুরি। পানির টব, ফুলের গাছের নিচের প্লেট, এসির ড্রেন বা যে কোনো জলাশয় নিয়মিত পরিষ্কার করলে মশার লার্ভা জন্মাতে পারে না।


মশা তাড়ানোর জন্য ল্যাভেন্ডার বা লেমনগ্রাস এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যেতে পারে। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল পানিতে মিশিয়ে স্প্রে করলে মশা আসবে না।


ঘরে ন্যাচারাল মশার জাল বা মশারি ব্যবহার করাও কার্যকর উপায়। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে রাখা উচিত, যা মশার কামড় থেকে সুরক্ষা দেয়।


এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে মশার উৎপাত কমানো সম্ভব, পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক থেকে দূরে থাকা যায়।