জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ানোর পরিকল্পনা করছে। এনবিআরের বিশেষ সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এ বিষয়ে ‘সবুজ সংকেত’ দিয়েছেন। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে দুই দফায় সময় বৃদ্ধি করা হয়েছিল— ১৭ নভেম্বর এক মাস এবং ২৯ ডিসেম্বর আরও এক মাস। তবে এই বর্ধিত সময় শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।
এনবিআর জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা ও অন্যান্য কারণে করদাতাদের জন্য সময় বাড়ানো প্রয়োজন হয়ে পড়েছে। প্রতি বছরই নির্ধারিত সময় পার হওয়ার পর রিটার্ন জমার সময় বাড়ানো হয়, যা এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
গত ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্য ছিল ৫০ লাখ রিটার্ন সংগ্রহ করা। তবে ২৭ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩৪ লাখের কিছু বেশি রিটার্ন জমা পড়েছে।
বর্তমানে দেশে এক কোটিরও বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএনধারী) রয়েছেন। তবে প্রতিবছর গড়ে ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন জমা দেন।
thebgbd.com/NIT