ঢাকা | বঙ্গাব্দ

আবারও আগুন কুম্ভমেলায়

১৯ জানুয়ারি আগুন লেগে প্রায় ১৮০টি তাঁবু পুড়ে যায়। এ বার জুনা আখড়ার অনন্ত ১৫টি তাঁবু পুড়ে গেছে।
  • অনলাইন ডেস্ক | ৩০ জানুয়ারি, ২০২৫
আবারও আগুন কুম্ভমেলায় কুম্ভমেলায় আগুন।

পদদলিত হওয়ার পরের দিন কুম্ভমেলার সেক্টর ২২-এ আবারও আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তাঁবুতে কোনও মানুষ ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। এখনও আগুনের কারণ জানা যায়নি। এর আগে ১৯ জানুয়ারি আগুন লাগে সেক্টর ১৯-এর প্রায় ১৮০টি তাঁবু পুড়ে যায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাঁবুতে আগুন লাগে। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। জুনা আখড়ার প্রায় ১৫টি তাঁবু পুড়ে গেছে। মেলা এলাকার চমনগঞ্জের কাছে রয়েছে ওই তাঁবুগুলি। দমকলকর্মীরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়েন তারা।


বুধবার কুম্ভে ‘শাহি স্নান’-এ পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ৩০ জন। ঘটনার পর ‘শাহি স্নান’ দীর্ঘ ক্ষণ বন্ধ রাখা হয়। পরের দিন আবার আগুন লাগার ঘটনা হল কুম্ভে। মেলায় বার বার দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসন জানিয়েছে, কুম্ভমেলায় ৫০টি অগ্নিনির্বাপণ কেন্দ্র রয়েছে। ২০০০ দমকলকর্মী এবং ৩৫০টি ইঞ্জিনও রয়েছে।


সূত্র: এএনআই


এসজেড