নিরপেক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পক্ষ থেকে দল গঠন করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে জানান তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় বক্তব্যকালে মির্জা ফখরুল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ঐক্য ভাঙার চেষ্টা চলছে তা সফল হবে না। বিএনপিতে যেন আওয়ামী প্রেতাত্মা প্রবেশ করতে না পারে সেদিকে নেতাকর্মীদের নজর রাখতে হবে।
এদিন আরেক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।’ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
thebgbd.com/NA