ঢাকা | বঙ্গাব্দ

কখন নামাজ পড়া নিষিদ্ধ

কিছু বিশেষ সময় রয়েছে যখন নামাজ পড়া নিষিদ্ধ। এসব সময়ের মধ্যে নামাজ পড়লে তা গ্রহণযোগ্য হয় না।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
কখন নামাজ পড়া নিষিদ্ধ ফাইল ছবি

নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৈনিক পাঁচবার পালন করতে হয়, তবে কিছু বিশেষ সময় রয়েছে যখন নামাজ পড়া নিষিদ্ধ। এসব সময়ের মধ্যে নামাজ পড়লে তা গ্রহণযোগ্য হয় না। ইসলামি শরিয়তের আলোকে এই সময়গুলো হলো:


প্রথমত, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়ো না, কারণ ঐ সময় শয়তান সূর্যকে পূজা করতে থাকে।" (সহিহ মুসলিম)।


এর মানে হল যে, সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডোবার পর নামাজ পড়া নিষিদ্ধ। এই সময়গুলো শয়তান তার অনিষ্ট কার্যকলাপে ব্যস্ত থাকে, এবং মুসলমানদেরও তার প্রভাব থেকে দূরে থাকতে বলা হয়েছে।


দ্বিতীয়ত, যে সময় রমজান মাসে ঈদুল ফিতরের নামাজ পড়ে, তার পরের কিছু সময় পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। এটি হলো ঈদের নামাজের পর, যখন মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত থাকে এবং ঈদের আনন্দে মগ্ন থাকে। তবে, যেসব সময় নামাজ পড়া নিষিদ্ধ থাকে, সেগুলো একেবারে সীমাবদ্ধ সময়ের জন্য, যাতে অন্যান্য দিনের রুটিন নামাজে বিঘ্ন না ঘটে।


এছাড়া, এমন কিছু পরিস্থিতিও রয়েছে, যখন নামাজ পড়া মুমিনের জন্য অনুচিত হতে পারে, যেমন যখন কেউ খুব ক্লান্ত বা অসুস্থ হয়ে পড়ে, তখন তার জন্য নামাজ কিছুটা সহজভাবে ও শরীয়তের নিয়ম অনুসারে পড়তে বলা হয়।


এগুলো ছাড়া, সাধারণ সময়ে নামাজ পড়তে কোনো নিষেধাজ্ঞা নেই, এবং মুসলমানদের উচিত নিয়মিত ও পরিপূর্ণ মনোযোগ দিয়ে নামাজ আদায় করা।


thebgbd.com/NIT