আর্সেনালের ঘরের মাঠেই বড় ব্যবধানেই হার দেখেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের লড়াই স্বাগতিকদের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার দল।
এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেছেন মার্টিন ওডেগার্ড, থমাস পার্টে, মেলেস লুইস-স্কেলি, কাই হাভার্টজ ও এথান নুয়ানেরি। সিটিজেনদের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই সিটিজেনদের জালে বল পাঠান মার্টিন ওডেগার্ড। ১-০ ব্যবধানে এগিয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সিটি। ৫৫ মিনিটে গোল করেন হালান্ড। এরপরই আর্সেনাল তাণ্ডব দেখে গার্দিওলার দল। ৫৬ মিনিটে থমাস আর্সেনালকে লিড এনে দেন। ৬২ মিনিটে মেলেস এবং ৭৬ মিনিটে হাভার্টজের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পঞ্চম গোলটি দেন এথান। ৫-১ ব্যবধানে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।
thebgbd.com/NIT