সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী মানবিজের কাছে এক গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। দামেস্ক থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এএফপি জানায়, অঞ্চলটিতে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী ও তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই চলছে।
হোয়াইট হেলমেট পরিহিত উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, সোমবার স্থানীয় একটি সড়কে কৃষি শ্রমিক বহনকারী একটি বাসের কাছে গাড়ি বোমা বিষ্ফোরণে ১৪ জন নারী ও এক পুরুষ নিহত হয়। ওই হামলায় আরো ১৫ জন নারী আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
সূত্র: এএফপি
এসজেড