নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড ন্যাসাল সেপটাম (DNS) হলে শ্বাসপ্রশ্বাসে সমস্যা, নাক বন্ধ থাকা, ঘুমের সময় নাক ডাকা, মাথাব্যথা বা সাইনাসের সমস্যা হতে পারে। যদি হাড় বাঁকা কিন্তু তেমন কোনো উপসর্গ না থাকে, তাহলে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না। তবে যদি শ্বাসকষ্ট বা অন্য সমস্যা হয়, তাহলে কিছু করণীয় আছে।
প্রাথমিকভাবে নাকে লবণ পানি দিয়ে গার্গল বা ন্যাসাল ওয়াশ করলে আরাম পাওয়া যেতে পারে। এটি নাকের ভেতরের শুষ্কতা ও সংক্রমণ কমাতে সাহায্য করে। বাষ্প নেওয়া বা স্টিম ইনহেলেশন করলে নাকের পথ কিছুটা খুলে যেতে পারে, যা শ্বাস নিতে সাহায্য করবে।
যদি নাকের হাড় বাঁকা থাকার কারণে ক্রনিক সাইনোসাইটিস, ঘন ঘন ঠান্ডা বা ইনফেকশন হয়, তাহলে নাকের স্প্রে বা ওষুধ চিকিৎসক দিতে পারেন। তবে এগুলো সাময়িক স্বস্তি দেয়, সমস্যার স্থায়ী সমাধান নয়।
গুরুতর সমস্যায় সেপ্টোপ্লাস্টি নামে একটি অস্ত্রোপচার করা হয়, যেখানে নাকের হাড় সোজা করে দেওয়া হয়। এটি সাধারণত তখনই করা হয়, যখন শ্বাস নিতে বড় সমস্যা হয় বা অন্য চিকিৎসায় কোনো কাজ হয় না।
নাকের হাড় বাঁকা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে যদি নিয়মিত শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা বা সাইনাস ইনফেকশন হয়।