হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে ১২ বছর পর বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগাং কিংস। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় দলটি।
এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে মাত্র ৮৫ রানে অলআউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে। মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় খুলনা। ৫০ বলে গড়া তাদের ৭৩ রানের জুটিতে লড়াকু পুঁজি পেতে থাকে দলটি।
অঙ্কন ৪১ রান করে আউট হলেও হেটমায়ার ২৯ বলে ফিফটি তুলে নেন। ৩৩ বলে ৪টি ছক্কা ও ৬টি চার হাঁকিয়ে ৬৩ রান করে ফিরে যান তিনি। শরিফুল ইসলামের করা শেষ ওভারে হোল্ডার ও নেওয়াজ মিলে ১৭ রান যোগ করলে খুলনা সংগ্রহ দাঁড়ায় ১৬৩।
জয়ের জন্য চিটাগাং কিংসকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। হাসান মাহমুদের বলে দ্রুত বিদায় নেন পারভেজ ইমন ও গ্রামাম ক্লার্ক। তবে পাকিস্তানি ব্যাটার খাজা নাফি ও হোসাইন তালাত মিলে জয়ের স্বপ্ন জাগিয়ে তোলেন। নাফি ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন, তবে নাসুম আহমেদের দুর্দান্ত স্পেলে ম্যাচে ফেরে খুলনা। নিজের টানা দুই ওভারে তালাত ও শামিম পাটোয়ারিকে ফিরিয়ে চাপে ফেলে দেন তিনি।
এরপর খুলনার পেসার মুশফিক হাসান নাফি ও খালেদকে আউট করে কিংসকে আরও বিপাকে ফেলে দেন। অধিনায়ক মিঠুনও সুবিধা করতে পারেননি। তবে শেষ মুহূর্তে আরাফাত সানি ও আলিস ইসলামের কার্যকর ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নেয় চিটাগাং কিংস।
ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
thebgbd.com/NA