নাট্যাভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, “জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”
কী ঘটেছিল?
গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত এক গোপন সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যোগ দেওয়া ব্যক্তিদের তালিকায় শাওনের নাম উঠে আসে, যার পর থেকেই তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
এরপর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়।
এদিকে, একইদিন রাতে (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকেও আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ডিবি সূত্র জানিয়েছে, শাওনের পর থেকেই নজরদারিতে ছিলেন সোহানা সাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওনের জামালপুরের নরুন্দি এলাকায় অবস্থিত বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উল্লেখ্য, শাওন ও সোহানা সাবা দুজনেই ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন, যা আওয়ামীপন্থী শিল্পীদের যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি করেছে গোয়েন্দা সূত্র।
thebgbd.com/NA