ঢাকা | বঙ্গাব্দ

অরিয়েন্টের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলো গার্দিওলার শিষ্যরা

আবদুকোদির কুজানভ ও কেভিন ডি ব্রুইনার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
অরিয়েন্টের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলো গার্দিওলার শিষ্যরা তৃতীয় স্তরের দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলো ম্যানচেস্টার সিটি।

এই মৌসুমটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে ম্যানচেস্টার সিটি। একেবারে যাচ্ছেতাই সময় পার করছে পেপ গার্দিওয়ালার দল। শনিবার (৮ ফেব্রুয়ারি) এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে সিটিজেনরা জয় পেয়েছে বটে, তবে তৃতীয় স্তরের দল লেইটন অরিয়েন্টের বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত আবদুকোদির কুজানভ ও কেভিন ডি ব্রুইনার গোলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।


লেইটনের মাঠ ব্রিসবেন রোডে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণে উঠলেও তা পরিণতি দিতে পারছিল না তারা। উল্টো ১৬ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। প্রায় ৪৫ গত দূর থেকে দারুণ এক শট নেন জেমি ডনলি। সামনের দিকে এগিয়ে আসা সিটির গোলরক্ষ ওর্তেগা পিছিয়ে গিয়েও বলের নাগাল পাননি। ক্রসবারে লেগে অবশ্য বলটি বাইরের দিকে চলে এসেছিল, তবে ওর্তেগার গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। রেফারি তাই এটাকে আত্মঘাতি গোলই দিয়েছেন। 


পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক আক্রমণ শাণাতে থাকে তারা। কিন্তু কোনোভাবেই যেন কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওলার দল। 


প্রথমার্ধে ৭৬ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের পোস্টে ১৩টি শট নিয়েছিল সিটি, তার মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে ২৩ শতাংশ বল দখলে রেখে মাত্র ৪টি শট নিতে পারে লেইটন, তার মধ্যে ২টি শট ছিল লক্ষ্যে। 

 

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। একের পর এক আক্রমণে কাঁপাতে থাকে প্রতিপক্ষের পোস্ট। শেষ পর্যন্ত ৫৬ মিনিটে কুজানভের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। এরপর ম্যাচের ৭৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় তারা। শেষ দিকে অবশ্য সমতা ফেরানোর সুযোগ এসেছিল লেইটনের সামনে, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।


thebgbd.com/NIT