নিশ্চয়ই আখিরাতের চিন্তা মানুষকে পাপ থেকে বিরত রাখে। আল্লাহ তায়ালা কোরআনে বলেন, "যে ব্যক্তি আখিরাতের প্রতিদান কামনা করে এবং সে অনুযায়ী চেষ্টা করে, আর সে মুমিন, তবে তাদের প্রচেষ্টা পুরস্কৃত হবে।" (সুরা আল-ইসরা: ১৯)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “চিন্তাশীল ব্যক্তি সেই, যে নিজের হিসাব নিজে নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর দুর্বল সেই, যে নিজের খেয়াল-খুশির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশার দোহাই দেয়।” (তিরমিজি)
আখিরাতের সফলতা লাভের জন্য পাপ থেকে বিরত থাকা জরুরি। কারণ প্রতিটি পাপের জন্য হিসাব দিতে হবে। কোরআনে এসেছে, “সেই দিন মানুষকে তাদের প্রতিটি নেক ও বদ আমল দেখানো হবে। অতঃপর যে অণু পরিমাণ ভালো কাজ করেছে, সে তা দেখতে পাবে এবং যে অণু পরিমাণ মন্দ কাজ করেছে, সেও তা দেখতে পাবে।” (সুরা যিলজাল: ৭-৮)
পাপ ত্যাগের অন্যতম উপায় হলো আল্লাহর ভয় ও আখিরাতের শাস্তির কথা স্মরণ রাখা। রাসুল (সা.) বলেছেন, “দুনিয়ায় এমন জীবনযাপন করো যেন তুমি একজন পথিক বা যাত্রীমাত্র।” (বুখারি)
যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে, সে জানে যে এই দুনিয়া সাময়িক, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই জ্ঞানী সে-ই, যে পাপ থেকে বেঁচে থাকে এবং নেক আমল বৃদ্ধি করে।
thebgbd.com/NIT