ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে পৃথক ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার

গোপালগঞ্জের দুই উপজেলার পৃথক দুটি ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
  • | ১৩ মে, ২০২৪
গোপালগঞ্জে পৃথক ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার সংগৃহীত

গোপালগঞ্জের দুই উপজেলার পৃথক দুটি ঘটনায় সাংবাদিকের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে সঠিক তথ্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশের একাধিক টিম।


রোববার ১২ মে দুপুরের পর এবং সন্ধ্যার পর লাশ দুটি উদ্ধার করে পুলিশ।


জানা যায়, রোববার সন্ধ্যার দিকে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল গ্রামের একটি ফাঁকা রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে সাংবাদিকের ছেলে ইজিবাইক চালক আরমান শেখের (২০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান।


আরমান শেখের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মুন্সিরচর। তিনি ওই গ্রামের তপু শেখের ছেলে। তার বাবা একজন সাংবাদিক।


অপরদিকে, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রাম্য পুলিশ (চৌকিদার) স্বামী আশিকুর রহমান শেখকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ। রোববার বিকেল ৪টার পর এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান।


তবে থানার ওসি মো. আনিচুর রহমান মুনিয়ার মৃত্যুর সঠিক কোন কারণ বলতে পারেননি। মৃত নুরী বেগম ওরফে মুনিয়া জেলার সদর উপজলোর খাগাইল গ্রামের চরপাড়ার মুক্ত মোল্লার মেয়ে।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত শনিবার ১১ মে সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মুন্সিরচর এলাকার তপু শেখের ছেলে ইজিবাইক চালক আরমান শেখ অন্য দিনের মতো ইজিবাইক নিয়ে পেশাগত কাজে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।


পরে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি লাশ পাওয়া গেছে এমন খবর শুনে পরিবারের লোকজন থানায় পৌঁছে আরমানের মরদেহ শনাক্ত করে।


মৃত ইজিবাইক চালক আরমানের মাথায় ও থুতনির নিচে জখমের চিহ্ন রয়েছে বলে জানান থানার ওসি মো. আমিনুর রহমান। ওসি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে আরমানকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে তার লাশ ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়েছে।


তিনি বলেন, ইজিবাইক, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোগাড়ী ছিনতাইকারী কোন চক্র ইজিবাইকটি নেওয়ার জন্যই আরমানকে হত্যা করেছে।