মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দক্ষিণ খাগছাড়া গ্রামের মৃত রূপাই মল্লিকের ছেলে হানিফ মল্লিক (৫৮) এবং তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। বিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল প্রবেশে নিষেধ ছিল, তবে সাকিব কাজী (২৩) নামের এক যুবক মোটরসাইকেল পার্কিং করে সেখানে। এ নিয়ে প্রতিবাদ করেন ইতালি প্রবাসী রিয়াজুল মল্লিক। প্রতিবাদে সাকিব ও রিয়াজুলের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যায় সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনেরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলাকারীরা ঘটনার পর থেকে পালাতক রয়েছে।
বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, “তুচ্ছ ঘটনায় এভাবে হামলা চালানো বুঝতে পারিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “বাবা-ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
thebgbd.com/NIT