স্ট্রাইকরেট ইস্যুতে কয়েকদিন ধরেই আলোচনায় বিরাট কোহলি। চলতি আইপিএলে রানের বন্যা বইয়ে দিলেও সমালোচকদের অভিযোগ,ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল এ যুগের সঙ্গে যায় না। এমন অভিযোগে চুপ থাকেননি কোহলি। কড়া মন্তব্যে সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি।
এমন আলোচনা-সমালোচনার ভিড়ে নতুন করে সংবাদের শিরোনামে কোহলি। স্ট্রাইকরেট ইস্যুতে নয়, এবার আম্পায়ারের সঙ্গে তর্ক করে আলোচনায় এসেছেন ভারতীয় ব্যাটসম্যান।
গতকাল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না কোহলিদের। এ ম্যাচেই ঘটে সে আলোচিত ঘটনাটি। মূলত আম্পায়ারের এক সিদ্ধান্ত মানতে না পেরে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়ে তর্কে লিপ্ত হন কোহলি।
চিন্নাস্বামীতে গতকাল আগে ব্যাটিং করে ১৮৯ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু। সে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাটি দিল্লির ইনিংসের সময়কার।
দিল্লি ইনিংসে তখন মাত্র এক ওভার শেষ হয়েছে। রান তাড়ায় প্রথম ওভারে ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারিয়ে কিছুটা চাপে ছিল দিল্লি। এমন অবস্থায় সফরকারীদের ওপর আরও চাপ বাড়াতে চেয়েছিল বেঙ্গালুরু। পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম বলটি ইয়র্কার করেন মোহাম্মদ সিরাজ। ইনসুইং ইয়র্কারটি আঘাত করে স্ট্রাইক প্রান্তে থাকা দিল্লি ব্যাটসম্যান অভিষেক পোড়েলের প্যাডে। বেঙ্গালুরু এলবিডাব্লিউয়ের আবেদন করলে আম্পায়ার প্রাথমিকভাবে নট আউটের সিদ্ধান্ত দেন।
সঙ্গে সঙ্গেই রিভিউ নেয় স্বাগতিকরা। রিভিউতে দেখা যায়, সিরাজের বলটি পোড়েলের পায়ে লাগার আগে ব্যাটে স্পর্শ করে এসেছে। তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। কিন্তু এ সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি কোহলি-ডু প্লেসিরা। দীর্ঘক্ষণ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন দুজনে। অপেক্ষাকৃত বেশি ক্ষুব্ধ মনে হয়েছে কোহলিকেই।
এ রিভিউ বেঙ্গালুরুর পক্ষে না গেলেও ম্যাচের ফল পক্ষেই গেছে কোহলিদের। প্রথমে ব্যাটিংয়ে নেমে রজত পাতিদার (৫২), উইল জ্যাকস (৪১) এবং ক্যামেরন গ্রিনের (৩২) ব্যাটে ভর করে ১৮৭ রান করে বেঙ্গালুরু। কোহলির ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২৭ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানেই গুটিয়ে গেছে দিল্লি। ৪৭ রানের এ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে কোহলিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রান রেটের হিসাব মিলিয়ে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে প্লে-অফে উঠবে বেঙ্গালুরু।