হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহীর আলুচাষীরা৷ আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বায়ামোড় শিশুসদন মাঠে আন্দোলন করছেন চাষিরা।
আন্দোলনকারীরা জানান, আগে প্রতিবস্তা আলু রাখতে ২৫৫ টাকা ভাড়া লাগত।
কিন্তু এখন তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। হঠাৎ করে হিমাগার ভাড়া দ্বিগুণ করায় লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা।
দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলন করছেন তারা।
thebgbd.com/NA