জন্মের পর একবারের জন্যও নিজের ছেলের চেহারা দেখাননি টালিউড তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তবে সম্প্রতি প্রথমবারের মতো ছেলের চেহারা ভক্তদের কাছে প্রকাশ্যে এনেছেন তারা।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে জন্ম নেয় নুসরাত ও যশের ছেলে ঈশান দাশগুপ্ত। ছেলের জন্মের খবর মিডিয়ায় প্রকাশ করলেও চেহারা এতদিন আড়ালেই ছিল। তবে রোববার (১২ মে) ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
হালকা গোলাপি শিফনের শাড়ি পরা নুসরাতের কোলে বসা প্রায় তিন বছর বয়সী ছেলে ঈশান। মা দিবসে ভক্তদের সঙ্গে ছেলের ছবি শেয়ার করেন অভিনেত্রী।
ছবি দেখে নেটিজেনদের মন্তব্য, দেখতে যশের মতোই হয়েছে ছেলে ঈশান। অনেক ভক্তই ঈশানকে ভালোবেসে নাম দিয়েছে ‘ছোট্ট যশ’।
প্রসঙ্গত, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় অভিনেতা যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। এরপর ভালোবেসে বিয়ে করেন। সন্তান নিয়ে এখন সুখেই আছেন যশ-নুসরাত দম্পতি।