ঢাকা | বঙ্গাব্দ

কুর্স্ক নিয়ে রুশ-ইউক্রেন চুক্তি

ইউক্রেনের সুমি অঞ্চলে এখনও কিছু বাস্তুচ্যুত লোক রয়েছে। রেডক্রস ও ইউক্রেন পক্ষের সঙ্গে এ নিয়ে একটি চুক্তি হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুর্স্ক নিয়ে রুশ-ইউক্রেন চুক্তি কুর্স্ক অঞ্চল।

আংশিক ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার যুদ্ধ-কবলিত কুর্স্ক অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে কিয়েভ ও রেডক্রসের সঙ্গে একটি চুক্তি করেছে মস্কো। রাশিয়ার অধিকার কমিশনার সোমবার এএফপিকে একথা জানায়। 


রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির মানবাধিকার সংস্থার প্রধান তাতায়ানা মোসকালকোভার উদ্ধৃতি দিয়ে জানায়, ইউক্রেনের সুমি অঞ্চলে এখনও কিছু বাস্তুচ্যুত লোক রয়েছে। রেডক্রস ও ইউক্রেন পক্ষের সঙ্গে এ নিয়ে একটি চুক্তি হয়েছে। তাদের বেলারুশ হয়ে রাশিয়ায় সরিয়ে নেওয়া হবে।


ইউক্রেনের সামরিক বাহিনী ছয় মাস আগে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে হামলা চালায়। মোসকালকোভা এর আগে বলেছেন, অঞ্চলটিতে ইউক্রেনের আগ্রাসনের পর, ইউক্রেনীয় সেনা দ্বারা জোরপূর্বক অপসারণসহ নিখোঁজ কুর্স্ক অঞ্চলের বাসিন্দাদের সনাক্ত করার জন্য আত্মীয়রা এক হাজারেরও বেশি অনুরোধ করেছে।


সূত্র: এএফপি


এসজেড