ঢাকা | বঙ্গাব্দ

প্রেমিকার স্মৃতিতে কাতর হয়ে কী বললেন মিঠুন

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সফল জীবনে আছে না পাওয়ার বেদনাও।
  • | ১৩ মে, ২০২৪
প্রেমিকার স্মৃতিতে কাতর হয়ে কী বললেন মিঠুন ফাইল ছবি

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর সফল জীবনে আছে না পাওয়ার বেদনাও। সম্প্রতি এক অনুষ্ঠানের মঞ্চে মিঠুন জানান, বিখ্যাত হওয়ার আগেই মন ভেঙেছিল নায়কের।


রোববার (১২ মে) ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার মঞ্চে অংশ নিয়েছিলেন মিঠুন। সেখানে তিনি লক্ষ্য করেন, প্রতিযোগিতায় অংশ নেয়া এক প্রতিযোগীর মন খারাপ ছিল প্রেম ভেঙে যাওয়ার কারণে।


তখন ওই ছেলেকে নিজের ব্যক্তিগত জীবনের অপ্রকাশিত ঘটনা বলেন মিঠুন। মঞ্চে উপস্থিত সবাইকে মিঠুন বলেন, আমার জীবনেও এ রকমই হয়েছিল। একটি মেয়ের গভীর প্রেমে পড়েছিলাম। তারপর যা হওয়ার সেটাই হলো। মেয়েটি আমায় ছেড়ে চলে গেল। সময় পার হতে লাগল। আমি তারকা হলাম। তারপর আরও বড় তারকা হলাম।

 

মিঠুন আরও বলেন, একদিন হঠাৎ মেয়েটির সঙ্গে বিমানে আমার দেখা। ও আমার দিকে তাকাচ্ছিল না। আমি ওর সামনে গিয়ে বলেছিলাম, আমার দিকে তাকাচ্ছ না কেন? ও অস্বস্তি নিয়ে আমার দিকে তাকাল। ওকে সহজ করা জন্য বলেছিলাম, তুমি যা করেছিলে, ঠিক করেছিলে।


সারেগামার মঞ্চে মিঠুন বলেন, মেয়েটি তখন অনুতাপে মিঠুনকে বলেছিলেন, আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। উত্তরে মিঠুন বলেছিলেন, তুমি এসব না করলে হয়তো এত বড় তারকা হতে পারতাম না।

 

প্রসঙ্গত, ডিস্কো ড্যান্সার খ্যাত তারকা মিঠুনকে সর্বশেষ কাবুলিওয়ালায় দেখা গিয়েছিল। এবছরই অভিনেতা পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছেন। জানা গেছে, শাস্ত্রী এবং রাজ চক্রবর্তীর নতুন একটি সিনেমায় খুব শিগগিরই ধরা দেবেন এ সুপারস্টার।