সত্যিকারের ইনসাফ কায়েম করতে হলে দেশে ইসলামী আদর্শের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। রোববার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত আশুরা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, আশুরা শুধু শোকের দিন নয়; বরং এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি অভিযোগ করেন, যতদিন এ দেশে পদলেহনকারী শ্রেণি থাকবে, ততদিন এখানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যারা এতদিন দেশের ক্ষতি করেছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবির পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
thebgbd.com/NIT