ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মাত্রা ৬ দশমিক ১

বিশাল দ্বীপপুঞ্জের এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায় প্রায় সময়ই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।
  • অনলাইন ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মাত্রা ৬ দশমিক ১ স্থানীয় সময় সাতটার দিকে ভূমিকম্প আঘাত হানে।

বুধবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ফলে বাসিন্দারা বাইরে চলে আসেন। তবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং সুনামির কোনও আশঙ্কা নেই।


উত্তর সুলাওয়েসির বাসিন্দারা ভূমিকম্প আঘাত হানার সময় আতঙ্কে ছিলেন বলে জানা গেছে। প্রদেশের উত্তর মিনাহাসা জেলার একটি হোটেলে অবস্থান করা ২৫ বছর বয়সী অতিথি গীতা ওয়ালোনি এএফপিকে বলেন, ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। তীব্র ভূমিকম্প হচ্ছিল, সব কিছু এদিক-ওদিক দুলছিল। তিনি বলেন, আমার ঘরের ভেতরের জিনিসপত্রগুলো কেঁপে উঠে। আমি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং অন্য সব অতিথিরাও ঘর থেকে বেরিয়ে আসেন। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম।


বিশাল দ্বীপপুঞ্জের এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করায় প্রায় সময়ই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।


২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। ২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে  দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২ হাজার ২শ’ জনেরও বেশি লোক নিহত। ২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, ফলে সুনামি হয় এবং ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। 


সূত্র: এএফপি


এসজেড