নির্বাচনে জিতেছেন। সেই আনন্দে ঢালাও মদ বিতরণ। থরে থরে সাজানো মদের বোতল। আর যেখান থেকে মদ বিতরণ করা হচ্ছে সেখানে মানুষের উপচেপড়া ভিড়। প্লাস্টিকের গ্লাসে ঢেলে চলছে মদ বিতরণ। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করেছেন ভারতের কর্নাটক রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন মন্ত্রী কে সুধাকর।
নির্বাচনে জয়ের আনন্দে দলীয় সমর্থক ও অনুগামীদের ধন্যবাদ জানাতেই এই মদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকসভা নির্বাচনে কর্নাটকের চিক্কাবাল্লাপুর কেন্দ্র থেকে কংগ্রেসপ্রার্থী এমএস রক্ষা রামাইয়াকে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন কে সুধাকর। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নিজের এলাকায় ফিরে এসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের উপস্থিতিতেই পুরো অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে তীব্র সমালোচনাও।
পার্টিতে ট্রাকে করে আনা হয় মদের বোতল। ফ্রিতে মদ পেতে অনুষ্ঠানে প্রচুর মানুষ জড়ো হন। লম্বা লাইনে দাঁড়িয়ে মদের বোতল সংগ্রহ করেন তারা। এই পার্টি আয়োজনের কথা জানিয়ে আগেই নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে স্পষ্ট করেই বলা হয় যে পার্টিতে মদের বোতল দেওয়া হবে। পুলিশকে দেওয়া চিঠিতে সংসদ সদস্য কে সুধাকর লেখেন, ‘দুপুর সাড়ে ১২ টা থেকে মঞ্চের অনুষ্ঠান শুরু হবে। পার্টিতে খাবার এবং মদের বোতলের ব্যবস্থা করা হবে।’
যদিও বেঙ্গালরুর গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা অনুষ্ঠানে মদ পরিবেশন না করার জন্য আয়োজকদের জানান। তিনি বলেন, পুলিশ বিভাগ বিধিনিষেধ আরোপ করে এবং আয়োজকদের ইভেন্টে মদ পরিবেশন না করার জন্য বলেছে। তাদের বলা হয়, তারা শর্ত না মানলে মামলা করা হবে। কিন্তু তারা মদ বিলির জন্য শুল্ক দফতরের অনুমতি নেয়। পুলিশ সুপার আরও বলেন, শুল্ক দফতর অনুমতি দেয় এবং পুলিশকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। এতে পুলিশ বিভাগের কোনো দোষ নেই।
মদ বিতরণ নিয়ে বিতর্কের বিষয়ে বিজেপির বিধায়ক সি এন অশ্বথ নারায়ণ বলেছেন, এটি সঠিক কিনা তা নিয়ে আমরা কাউকে দোষ দিতে পারি না। এর দায় বহন করতে হবে সরকারকেও। সরকার যদি মনে করে এটি ভুল হয়েছে, তাহলে সরকারকেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
সূত্র: এনডিটিভি