ঢাকা | বঙ্গাব্দ

আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. ইউনূস

নাহিদ ইসলাম দায়িত্ব ছাড়ার পর তার অধীনস্থ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার পদত্যাগের একদিন পরই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নাহিদ ইসলাম দায়িত্ব ছাড়ার পর তার অধীনস্থ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যায়। পরে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব মাহফুজ আলমকে প্রদান করেন। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন।

সাধারণত কোনো উপদেষ্টার পদ শূন্য হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্ব অস্থায়ীভাবে প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় এবং পরবর্তীতে তিনি উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করেন।

এর আগে, ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।


thebgbd.com/NIT