নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় একটি টিনশেডের বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে।
আজ সোমবার (৩ মার্চ) ভোরে আহতদের জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের পরিচয় হলো সোহাগ (২৩) ৪০% দগ্ধ, রুপালি (২০) ৩৪%, সামিয়া (১০) ৭%, জান্নাত (৪) ৩%, হান্নান (৫০) ৪৫%, মো. সাব্বির (১২) ২৭%, সোমাইয়া (দেড় বছর) ৪৪% এবং নুরজাহান ওরফে লাকি (৩৫) ২৩% দগ্ধ।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে, ফলে তাদের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের অবজারভেশনে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ শেষে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল, যা কোনো আগুনের সংস্পর্শে আসার পর বিস্ফোরিত হয় এবং পুরো ঘরে আগুন ধরে যায়। বর্তমানে চিকিৎসকরা দগ্ধদের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।।
thebgbd.com/NA