ঢাকা | বঙ্গাব্দ

দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।


সোমবার (৩ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান উপদেষ্টা। এসময় তিনি বলেন, রোজার সব পণ্যের দাম ৭ দিনের মধ্যে কমে আসবে। সয়াবিন তেলের সরবরাহের কিছু ঘাটতি আছে। আশা করছি আজ কালের মধ্যে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে।


এবছর রমজানে নিত্যপণ্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে হলেও বাধ সেধেছে ভোজ্যতেল সয়াবিন। বলতে গেলে বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল একপ্রকার ‍উধাও। ভোক্তারা বলছেন, দাম বাড়াতেই কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী ভোজ্যতেলের সরবরাহ অনেক কম। ফলে সংকট তৈরি হয়েছে।


thebgbd.com/NA