হঠাৎ আকাশ কালো করে শুরু হলো ব্যাপক ধূলিঝড়, ঝকঝকে শহর ঢেকে গেল ধুলোয়। ঝড়ের ধাক্কায় বিজ্ঞাপনের বিলবোর্ড পর্যন্ত উড়ে যায়। ধূলিঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি বিমানবন্দরের কার্যক্রমও থমকে যায়।
সোমবার (১৩ মে) বিকেলে আচমকা এই ধূলিঝড় ও প্রবল বৃষ্টির এ ঘটনা ঘটে আরব সাগরের তীরে অবস্থিত ভারতের মুম্বাইয়ে।
আকাশ কালো হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের ধাক্কায় নগরীর ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে বিশালাকার একটি বিলবোর্ড। আশঙ্কা করা হচ্ছে ভেঙেপড়া বিলবোর্ডের নিচে চাপা পড়েছেন অনেকেই।
একটি ভিডিওতে দেখা যায়, ১০০ ফুট দীর্ঘ বিজ্ঞাপনী বিলবোর্ডটি একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ছে। এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তবে বিলবোর্ডের নিচে অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ।
ঘাটকোপর ছাড়াও নগরীর ব্রান্দ্রা কুরলা, ধারাবি এলাকায় ব্যাপক ধূলিঝড় ও বৃষ্টি হয়। এ সময় ভারতের অন্যতম ব্যস্ত মুম্বাই এয়ারপোর্টে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। ঝড়ের কারণে অন্তত ১৫টি ফ্লাইট মুম্বাইয়ে নামতে পারেনি।
এ সময় দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছায়। বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। মুহূর্তেই থমকে যায় গোটা মুম্বাই শহর।
কিছু এলাকার মেট্রোরেল সার্ভিসও বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক এলাকায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়।