ঢাকা | বঙ্গাব্দ

ডব্লিউটিও-তে কানাডার নালিশ

‘পাল্টা’ শুল্কের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তেও অভিযোগ জানিয়েছে কানাডা।
  • অনলাইন ডেস্ক | ০৬ মার্চ, ২০২৫
ডব্লিউটিও-তে কানাডার নালিশ জাস্টিন ট্রুডো

মার্কিন নতুন শুল্কনীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে কানাডা। কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ‘পাল্টা’ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।


এই পারস্পরিক শুল্ক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ জানায় কানাডা। বিশ্ব বাণিজ্য সংস্থার এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার কানাডার থেকে তারা একটি অভিযোগ পেয়েছেন।


যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে এই বিতর্কের পরও আরেক এক দফা আলোচনার সম্ভাবনা রয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের। সংবাদ সংস্থা রয়টার্স’র খবর, পারস্পরিক শুল্ক নিয়ে আলোচনায় বসতে পারেন ট্রাম্প এবং ট্রুডো। সংবাদমাধ্যম ‘সিএনএন’-ও এমন একটি সম্ভাবনার কথা জানিয়েছে। যদিও হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।


কানাডার উপর ট্রাম্পের শুল্ক চাপানোর নেপথ্যে অন্যতম বড় কারণ ফেন্টানাইল। এই মাদকটি নিয়ে ট্রুডো এবং ট্রাম্পের কথাও হয়েছে আগে। ওই আলোচনার পরে কানাডার পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখেন ট্রাম্প। আরেকবার শুল্কযুদ্ধের পরিস্থিতিতে দুই দেশের রাষ্ট্রনেতা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।


সূত্র: রয়টার্স


এসজেড