ঢাকা | বঙ্গাব্দ

অভিনেত্রী মিমির মা পেলেন ‘রত্নগর্ভা’ পুরস্কার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিশ্ব মা দিবসে এই অভিনেত্রীর মা তাপসী চক্রবর্তী পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার।
  • | ১৩ মে, ২০২৪
অভিনেত্রী মিমির মা পেলেন ‘রত্নগর্ভা’ পুরস্কার সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিশ্ব মা দিবসে এই অভিনেত্রীর মা তাপসী চক্রবর্তী পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার। আর তা মায়ের হাতে তুলে দিয়েছেন মিমি নিজেই। বিষয়টি নিয়ে ভীষণ আপ্লুত তিনি।


নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৩ মে) বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিমি।


ক্যাপশনে লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যারা এই অ্যাওয়ার্ডটির সাথে যুক্ত ছিল। আমি আপ্লুত যাদের সাথে এবং যেই প্যানেলিস্টদের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমার মাকে। আমি নিশ্চিত এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত।


তিনি আরও লিখেছেন, ‘আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানিনা কিন্তু আমি এটাই বলবো যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য। ’


প্রসঙ্গত, বর্তমানে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় কাজ করছেন মিমি চক্রবর্তী। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।