ঢাকা | বঙ্গাব্দ

পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী, ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ মার্চ, ২০২৫
পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী, ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর ছিলেন এবং সাবেক এমপি শাহিন চাকলাদারের গ্রুপের সদস্য ছিলেন। ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমণির সঙ্গে তার বিয়ে হয়, যার দেনমোহর ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।


এদিকে, পরীমণি সম্প্রতি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে এসেছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে এক পুরুষের বাহুডোরে মাথা রেখে দেখা যায়। ওই ছবিটি পোস্ট করে পরীমণি জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দিয়েছেন। ছবিটি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


thebgbd.com/NA