ঢাকা | বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে নটিংহ্যামের কাছে হেরে গেল ম্যানসিটি

নটিংহ্যামের ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
শেষ মুহূর্তের গোলে নটিংহ্যামের কাছে হেরে গেল ম্যানসিটি সংগৃহীত

প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহ্যামকে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। জয়ের ধারা বজায় রাখতে পারেনি পেপ গার্দিওলার দল। নটিংহ্যামের ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি।


নটিংহ্যামের মাঠে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্যালাম হাডসন-ওডোই। শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে টেবিলের তিনে উঠে নিজেদের জায়গা আরও মজবুত করেছে নটিংহ্যাম। ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।


শনিবার বল দখলে সিটির ধারে কাছেও ছিল না নটিংহ্যাম। প্রথমার্ধ গোল শূন্যতে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও সিটি আধিপত্য বজায় রেখেছিল। ৮৩ মিনিটে গোল আদায় করে নেন হাডসন-ওডোই। মরগান গিবস-হোয়াইটের দেয়া বল পেয়ে এডেরসনকে পরাস্ত করেন হাডসন। পরে লিড ধরে রেখেই মাঠ ছাড়ে স্বাগতিক দল।


thebgbd.com/NIT